পুলিশ হত্যায় আইএসের ‘দায় স্বীকার’

সাভারের আশুলিয়ায় বুধবার সকালে কুপিয়ে পুলিশ হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ তাদের ওয়েবসাইটে এ দাবি করেছে।

বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়ায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ছোরা-চাপাতি দিয়ে দুই পুলিশ সদস্যকে আঘাত করেন। হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র বের করে কয়েকটি ফাঁকা গুলিও ছোড়েন। চাপাতি-ছুরিকাঘাতে আহত কনস্টেবল মুকুল হোসেন (২৫) ঘটনাস্থলের পাশে অবস্থিত একটি ভাতের হোটেলে গিয়ে উপুড় হয়ে পড়েন। হাতে ও পেটে চাপাতির আঘাত নিয়ে কনস্টেবল নূরে আলম রাস্তা পার হয়ে নন্দন পার্কের দিকে দৌড় দেন। তাদের সঙ্গে থাকা অপর তিন কনস্টেবল প্রতিরোধে এগিয়ে না এসে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে হাসপাতালে পাঠালে কনস্টেবল মুকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আগে দুই বিদেশি হত্যা ও পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে গ্রেনেড হামলার দায় আইএস স্বীকার করেছিল বলে ওই সময় জানিয়েছিল সাইট। তবে সরকার এ দাবি অস্বীকার করে আসছে।



মন্তব্য চালু নেই