পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে, জানেন?

পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ আছে কোন দেশে, জানা না থাকলে জেনে নিন। জানলে অবাক হয়ে যাবেন!

ইসলাম ধর্মের মুসলমানদের প্রার্থনার স্থান হলো মসজিদ। সারা বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি মসজিদ রয়েছে। সংখ্যাটা ৩০ হাজারেরও বেশি।

ভারতে বেশকিছু ঐতিহাসিক মসজিদও আছে।

আদিনা মসজিদ : ১৩৬৩ সালে তৈরি। পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজারে এটি অবস্থিত। সুলতান সিকান্দর শাহ তৈরি করেছিলেন।

চেরামন জুমা মসজিদ : কেরলে অবস্থিত। ভারতের প্রথম মসজিদ এটি।

টিপু সুলতান মসজিদ : কলকাতায় অবস্থিত সুপ্রাচীন এ মসজিদ ১৮৩২ সালে তৈরি হয়।

জামা মসজিদ : ১৮০২ সালে স্থাপিত মুম্বাইয়ে অবস্থিত।

মতি মসজিদ : দিল্লিতে অবস্থিত ১৬৬০ খ্রিষ্টাব্দে স্থাপিত।

এছাড়া ভারতে এবং সারা পৃথিবীতে আরো অনেক বিখ্যাত ঐতিহাসিক মসজিদ রয়েছে। গেলে আপনার মনটা প্রফুল্ল হবে।



মন্তব্য চালু নেই