পৃথিবীর সর্বপ্রথম বোমা উদ্ধার

ইসরায়েলের একদল গবেষক পৃথিবীর সবচেয়ে পুরনো হাতবোমা আবিস্কার করেছেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এটিই পৃথিবীর সর্বপ্রথম হাতবোমা। যা ব্যবহার হতো ক্রসেডারদের যুগে।

কাঁদা মাটি দিয়ে তৈরি এ বোমার ভেতর বিষ্ফোরকদ্রব্য ভরে নিক্ষেপ করা হতো শত্রুর দিকে।

এ বোমার বিষয়ে ইরাকি আর্কিলজিস্ট দিয়াগো বারকান বলেন, যুদ্ধে ব্যবহৃত এ হাতবোমা বাইজেনটাইন যুগ থেকে নিয়ে উসমানি শাসনামল পর্যন্ত ব্যবহার হতো।



মন্তব্য চালু নেই