পেনাল্টি নিতে এত ভয় পান কেন মেসি!

শেষ দুই বছর ধরে মেসির ঘাড়ে ‘পেনাল্টি ভূত’ জেঁকে বসেছে বলে অনেকেই দাবি করছেন। বার্সার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করাই এই দাবির পক্ষে যুক্তি।

নেইমার-সুয়ারেজ আসার পর মেসি নিজেই সেই দাবি আরো উস্কে দিয়েছেন। এখন তো নিজে পেনাল্টি না নিয়ে তাদের দিয়ে করান!

গতকাল লা লিগায় সেল্টা ডি ভিগোর বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচেও মেসির ‘পেনাল্টি ভয়’ স্পষ্ট ধরা পড়েছে।

৮১তম মিনিটে পেনাল্টি পায় বার্সা। মেসি বল মাটিতে বসান। শট নেয়ার প্রস্তুতি সেরে বলের দিকে এগিয়ে আসেন। শটও নেন। গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপ দেন। কিন্তু গোলের মালিক হলেন সুয়ারেজ!

আসল ঘটনা হলো মেসি সরাসরি গোলে শট নেননি। হালকা টোকা দিয়ে বল সামনে বাড়ান। পেছন থেকে দৌড়ে আসেন সুয়ারেজ। গোলরক্ষক তখন মাটিতে। সুয়ারেজ কী আর এমন গোল করতে ভুল করেন!

মেসি-সুয়ারেজের এই যুগলবন্দীতে বার্সার সমর্থকরা স্বস্তি আর বন্ধুত্বের ছায়া খুঁজে পেলেও সমালোচকরা বলছেন, মেসি আসলেই পেনাল্টি নিতে এখন অস্বস্তি বোধ করেন। তাই গতকাল ওভাবে কৌশলে সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন!

ঘটনা সত্য হলেও হতে পারে, তবে সাক্ষী কিন্তু দুর্বল!



মন্তব্য চালু নেই