পেশওয়ার স্কুল ট্রাজেডি: আরো ৪ জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানে পেশওয়ারের সেনা স্কুলে গত বছরের হামলার ঘটনায় আরো চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। মঙ্গলবার পেশওয়ারের কোহাট কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের এই দণ্ড কার্যকর করা হয়।

এর আগে, দেশটির সেনাপ্রধান রাহেল শরিফ এই চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। মৃত্যুদণ্ড কার্যকর করা চারজন হলো: নুর সাইদ ওরফে হাফিজ সাহিব, মুরাদ খান, ইনায়েতুল্লাহ এবং ইসরারুদ্দিন।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, ‘হত্যা, আত্মঘাতি হামলা, মুক্তিপণের জন্য অপহরণ এবং সন্ত্রাসী সংগঠনকে অর্থায়নের অভিযোগে চার জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

চলতি মাসের শুরুর দিকে আরো চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল পাকিস্তান সরকার।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশওয়ারে সামরিক বাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা করে জঙ্গিরা। এতে ১৩৮ শিক্ষার্থীসহ মোট ১৫০ জন নিহত হয়। পেশওয়ারের ওই হামলাটি পাকিস্তানের ইতিহাসে কোনো সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে ভয়াবহ হামলা। এ হামলার পর তখন পুরো বিশ্ব শোক প্রকাশ করেছিল। এক মাসের জন্য বন্ধ করে দেয়া হয়ছিল খাইবার পাখতুনের স্কুলগুলো।



মন্তব্য চালু নেই