পোপকে ৭০ মিনিট বসিয়ে রাখলেন পুতিন

ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে ৭০ মিনিট বসিয়ে রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে ২০১৩ সালে প্রথম দেখার সময়ও পোপকে অপেক্ষায় রাখেন পুতিন। তবে সেবার ৫০ মিনিট অপেক্ষা করতে হয়েছিল পোপকে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরুকে এভাবে বসিয়ে রাখায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে পোপের অনুসারীরা।

ভ্যাটিকান সিটির পাপাল প্যালেসে বৃহস্পতিবার পুতিন ও পোপের মধ্যে বৈঠক হয়। তাদের আলোচনায় স্থান পায় ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সংকট। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় পুতিনকে আন্তরিক হওয়ার আহ্বান জানান পোপ।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে খ্রিষ্টানদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান পুতিন ও পোপ। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের (আইএস) হিংসার শিকার হচ্ছে খ্রিষ্টানরা। এই অবস্থায় তাদের রক্ষার জন্য রাশিয়াকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান পোপ।

অন্যদিকে ইউক্রেনের গৃহযুদ্ধ থামাতে রাশিয়াকে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান পোপ।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন তারা দুজন।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



মন্তব্য চালু নেই