পোরশায় চেয়ারম্যান ৩৩ ও সদস্য ২৮০ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা

সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় আসন্ন ০৭ মে ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ব্যপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ৬ ইউ,পি‘তেই চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ৪র্থ দফায় অনুষ্ঠিত নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে ৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট ৩৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪১জন ও সাধারণ সদস্য পদে ২৩৯জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ০৫ জন, বিএনপির (ধানের শিষ) ০৬জন ও আওয়ামীলীগের (নৌকা) প্রতিক নিয়ে লড়বেন ৬জন। এবারে উপজেলার নিতপুর ও তেঁতুলিয়া ইউ,পি‘র রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ রেজাউল করিম, ছাওড় ও গাঙগুরিয়া ইউ,পি‘র দায়িত্বে রয়েছেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ লুৎফর রহমান এবং ঘাটনগর ও মর্শিদপুর ইউপির দায়িত্ব পালন করবেন একাডেমিক সুপার ভাইজার মোঃ আনিসুর রহমান।

উল্লেখ্য, বর্তমানে উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩,১৩০জন। এর মধ্যে পুরুষ ৪৫,৯১৫জন এবং ৪৭,২১৫জন নারী ভোটার রয়েছেন। এর আগে ২০১১ইং সালের ইউ,পি নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৭৭,৬৫৫জন। সে তুলনায় এবার ১৫,৪৭৫জন নারী ও পুরুষ ভোটার বৃদ্ধি পেয়েছে। ফলে ভোটার কেন্দ্র ৫৪টি থেকে ৩টি বাড়িয়ে মোট ৫৭টি করা হয়েছে। নতুন কেন্দ্র গুলো হচ্ছে,- নিতপুর ইউনিয়নের কাঁটাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালাইবাড়ী উচ্চবিদ্যালয় এবং তেঁতুলিয়া ইউনিয়নের পলাশডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়। আগামী ১০ ও ১১এপ্রিল(দুই)দিন মনোনয়ন পত্র বাছায় হবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিলের মধ্যে। প্রতিক বরাদ্ধ দেওয়া হবে ১৯ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ০৭ মে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ রেজাউল করিম।



মন্তব্য চালু নেই