পোশাকে মোদি, রাখির বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে নকশা করা পোশাক পরে একটি অনুষ্ঠানে হাজির হওয়ার খেসারত দিতে চলেছেন আইটেম গার্ল রাখি সাওয়ান্ত।

দেশটির স্বাধীনতার ৭০ বছর উদযাপনে আগস্টে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানের আয়োজন করে ‘ফেডারেশন অব ইন্ডিয়ান আমেরিকানস’। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি-সহ সংক্ষিপ্ত পোশাক পরে হাজির হন রাখি।

সে পোশাককে অনেকেই অশ্লীল বলে উল্লেখ করেন। কারণ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানকে কেন্দ্র করে মোদির ছবি দিয়ে পোশাকের নকশা করা হয়।

সেই ঘটনার জেরে বৃহস্পতিবার রাজস্থানের কাঙ্করোলি থানায় রাখির বিরুদ্ধে এফআইআর করেছেন প্রজিত তিওয়ারি নামে এক আইনজীবী।

আগস্টে অদ্ভুত ওই পোশাক নিয়ে রাখি বলেছিলেন, ‘এটা মোদিজি’র প্রতি আমার ভালবাসা। প্রধানমন্ত্রীর যেমন দেশের নাগরিকের উপর একটা অধিকার রয়েছে, তেমন নাগরিকেরও তো তার উপর অধিকার রয়েছে!’

আরো জানান, এই পোশাকের মাধ্যমে ওবামার দেশে তিনি ভারতকে উপস্থাপন করেছেন!

তবে প্রধানমন্ত্রীর সম্মানহানি হয়েছে এ অভিযোগের মামলা নিয়ে কোনো মন্তব্য করেননি বিতর্কিত এ বলিউড তারকা।

রাখিকে আইটেম গান ছাড়াও কিছু সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। মাস কয়েক আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমার আইটেম গানে অংশ নেন তিনি। ওই গানটির চিত্রায়ন হয় নেপালে।



মন্তব্য চালু নেই