পোশাক নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে : ইমন চক্রবর্তী

‘পোশাক দিয়ে নারীকে বিচার না করে তার কাজ দিয়ে বিচার করুন’ কথাটি বলেছেন কলকাতার ‘প্রাক্তন’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। জানালেন বিভিন্ন সময় পোশাক নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে তাকে।

কেন হুট করে এ কথা?
বৃহস্পতিবার কলকাতার একটি প্রিন্ট মিডিয়ায় একটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। আর সেই বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় এই গায়িকা। বডি লোশনের ওই বিজ্ঞাপনের ট্যাগলাইন হলো, ‘গানের থেকে আমার পোশাক নিয়ে জাজমেন্ট বেশি শুনতে হয়েছে। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম, তুমি?’

বডি লোশনের ওই বিজ্ঞাপনের অংশটুকু সোশাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে লিখেছেন ইয়েস আই হ্যাড টু ফেইস লট, বাট আই ওয়াজ কনফিডেন্ট। পোশাক দিয়ে নারীকে বিচার না করে তার কাজ দিয়ে বিচার করুন।

‘তুমি যাকে ভালোবাসো/ স্নানের ঘরে বাষ্পে ভাসো/তার জীবনে ঝড়/ তোমার কথার শব্দদূষণ/তোমার গলার স্বর/ আমার দরজায় খিল দিয়েছি/আমার দারুণ জ্বর! তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ কলকাতার ‘প্রাক্তন’ ছবির এই গান গেয়ে কলকাতার জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে।



মন্তব্য চালু নেই