পোশাক শিল্পের উন্নয়নে ইইউ-বিজিএমইএ বৈঠক

পোশাক শিল্পের ব্যবসায়িক উন্নয়ন তরান্বিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি)।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন বিজিএমইএর নেতারা।

ইইউ প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ইইউ পার্লামেন্টের সদস্য জেন লামবার্ট। অন্যদিকে বিজিএমইএর পক্ষে নেতৃত্ব দেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

বিজিএমইএ সূত্রে জানা যায়, সম্প্রতি ইইউএর সঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পের ব্যবসায়িক উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশের পোশাক শিল্পে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে ইইউএর সামনে এসব তথ্য তুলে ধরা হয়।



মন্তব্য চালু নেই