প্যারিসে আইএসবিরোধী জোটের বৈঠক

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইএসবিরোধী জোটের ২০ দেশের মন্ত্রীদের বৈঠক বসছে।

এই বৈঠকে অংশ নেবেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তবে এতে অংশ নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফ্রান্সের আলপসে সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়ে সুইজারল্যান্ডে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। ইরাকের রামাদি শহর আইএস দখল করায় উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আইএসকে দমনের জন্য ইরাকি সরকার দিন দিন শিয়া যোদ্ধাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে বিচ্ছিন্নতাবাদ আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আইএসবিরোধী জোট।

২০ দেশের জোটের হামলায় আইএসকে দমিয়ে রাখা যাবে বলে যে আশা করা হচ্ছিল, তা এখন ব্যর্থ বলেই মনে হচ্ছে। এই অবস্থায় ইরাকের রাজনৈতিক নেতৃত্বের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।

ইরানের সমর্থনপুষ্ট শিয়া যোদ্ধাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সও। নতুন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে হুঁশিয়ার করেছে তারা। ইরাকে শক্তিশালী হয়ে উঠছে শিয়া যোদ্ধারা।



মন্তব্য চালু নেই