প্যারিস হামলা : মোবাইল ফোন রক্ষা করল সিলভেস্টারকে

সঙ্গে থাকা মোবাইল ফোনটি বাঁচিয়ে দিল সিলভেস্টারকে। ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী দুটি বোমা হামলার খুব কাছাকাছি ছিলেন তিনি। ওই হামলায় স্টেডিয়ামের বাইরে ছয়জন নিহত হন।

সিলভেস্টার জানাচ্ছেন, ফোনে একজনের সঙ্গে কথা বলতে বলতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। কথা বলা শেষ করে ফোনটি যখন রাখতে যাবেন, মুহূর্তেই ভয়ংকর বিস্ফোরণের শব্দ শোনা গেল। আর সঙ্গে সঙ্গে মিটারখানেক দূর থেকে একটি ধারালো বস্তু এসে মাথার কাছে থাকা ফোনে আঘাত করল। ফোনটি ওই সময় কানের কাছে না থাকলে ধারালো বস্তুটি মাথায় আঘাত করত।

সিলভেস্টারের পায়ে বোমার স্প্রিন্টারের আঘাত লাগলেও তিনি প্রাণে বেঁচে যান। সামান্য ওই মোবাইল ফোন তাকে রক্ষা করল।

স্টেডিয়ামে আত্মঘাতী হামলা ছাড়াও প্যারিসের আরো তিনটি স্থানে সন্ত্রাসীদের হামলায় ১৫৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছে দুইশ জনের মতো। এদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হামলার দায় স্বীকার করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে ইসলামি স্টেট (আইএস)। হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওলাদ। ঘোষণা করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক।

তথ্যসূত্র : দ্য মেইল অনলাইন।



মন্তব্য চালু নেই