প্রচণ্ড দাবদাহে লোকালয়ে ছুটে আসছে হরিণ

প্রচণ্ড দাবদাহে লোকালয়ে ছুটে আসছে বনের হরিণ। পরে বন বিভাগের কর্মীরা এ সব হরিণ ফিরিয়ে নিয়ে যাচ্ছেন আপন ঠিকানায়।

বিশুদ্ধ পানি খেতে এসে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আটকা পড়া এমন চারটি হরিণ রোববার বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সাহিদুল আলম জানান, রোববার বেলা ১১টায় হঠাৎ একটি হরিণ তাদের কুমিরাস্থ শিপব্রেকিং ইয়ার্ডে ঢুকে পড়ে। এ সময় ইয়ার্ডের শ্রমিকদের সহায়তায় হরিণটি আটক করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। পরে তারা এসে হরিণটি নিয়ে যায়।

বন বিভাগের কুমিরা রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, চারটি চিত্রা হরিণ রোববার তাদের কাছে স্থানীয় জনতা হস্তান্তর করেছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা জগলুল হোসেন জানান, প্রচণ্ড দাবদাহে বিশুদ্ধ পানি পান করতেই বনের হরিণ লোকালয়ে চলে আসছে। এরপর জনতার হাতে আটক হয়।



মন্তব্য চালু নেই