প্রতারণা বন্ধে ইউটিউবের নতুন নীতিমালা

গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের মাধ্যমে নিজস্ব চ্যানেলে বিভিন্ন কনটেন্ট চালিয়ে অর্থ উপার্জন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু নামে-বেনামে অন্যদের ভিডিও আপলোড করে অর্থ আয় করছে অনেকে।

ফলে এ ধরনের হয়রানি ও প্রতারণা বন্ধে নতুন নীতিমালা তৈরি করেছে ইউটিউব।

নতুন নীতিমালা অনুযায়ী, নিজের চ্যানেল থেকে অর্থ আয় করতে কমপক্ষে ১০ হাজার ভিউ পেতে হবে। ১০ হাজার ভিউ হওয়ার পর ইউটিউব কর্তৃপক্ষ যাচাই করে দেখবে কনটেন্টটি। যদি কনটেন্ট ইউটিউবের নীতিমালা অনুযায়ী হয়, তবেই তাতে বিজ্ঞাপন দেয়া হবে।

তবে ১০ হাজার ভিউ পাওয়ার আগেই কোনো চ্যানেল অর্থ উপার্জন করে থাকলে নতুন নীতিমালার কারণে তাতে কোনো প্রভাব পড়বে না। শুধু নতুন করে কেউ ইউটিউব গ্রাহক হতে চাইলে তাকে নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।



মন্তব্য চালু নেই