সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক:

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-তারাও আমাদের সন্তান

সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৬২ জন শিক্ষার্থী ও ৫জন সহকারী শিক্ষকের মাঝে বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্কারের আর্থিক সহায়তায় এ পোষাক বিতরণ করা হয়। পোষাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মুহসীন আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের সন্তান। তাদেরকে সুন্দর পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে। মানবিক দৃষ্টিতে সহানুভূতি নিয়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে তাহলে তারাও জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। সাধারণ মানুষের মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। তাদেরকে অবহেলার চোখে দেখার কোন সুযোগ নেই।’ পোষাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও দন্ত চিকিৎসক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, ওয়াল্ড ভিশন সাতক্ষীরা এডিপির শিক্ষা বিষয়ক কর্মকর্তা পল হাজরা।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক নাজমা আক্তার, রুমা রাণী বর্কন্দাজ, সাংবাদিক আব্দুল জলিল, আব্দুর রহমান, মাহফিজুল ইসলাম আক্কাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।



মন্তব্য চালু নেই