প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্টে হেরে গেলো ভারতও

আইসিআরসি আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে এসে ঘুড়ে দাঁড়াল ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা। শনিবার বিকেএসপিতে অনুষ্ঠিত বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারতকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫০ রানের বিশাল সংত্রহ গড়ে তোলে ইংল্যান্ড। প্রথম সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রথম ইনিংসেই জয় মোটামুটি নিশ্চিত করে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে হারা দলটি।

সর্বোচ্চ ৪১ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হুগো হ্যামন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান গর্ডন ল্যাইডলর ব্যাট থেকে। তিন নম্বর ব্যাটসম্যান জেমি টমাস গুডউইন খেলেন ৩৩ রানের আরেকটি চমৎকার ইনিংস। ভারতের অধিনায়ক দিনেশ কুমার ২৫ রানে পান ২টি উইকেট।

১৫১ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ভারত। এক পর্যায়ে ১১ ওভারে ৩ উইকেটে ৫৩ রান করে দিনেশ কুমারের দলটি। এরপর বৃষ্টি নামলে সেখানেই খেলার সমাপ্তি হয়। ২৪ রানে অপরাজিত থাকেন কুনাল দত্ত রায়। এছাড়া ১২ রান করেন ময়ুরেশ মিলিন্দ। ইংল্যান্ডের ফ্রেডেরিক ব্রিজেস ২২ রান খরচায় তুলে নেন ২টি উইকেট।



মন্তব্য চালু নেই