প্রতিমুহূর্তে হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে : আমু

প্রতিমুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপেদষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ অায়োজিত অালাচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ক্ষমতায় এসে বাংলাদেশের কাঠামো পরিবর্তন করেছিলেন। জিয়ার কারণেই যুদ্ধাপরাধীরা পুনর্বাসিত করা হয়। আর শেখ হাসিনার নেতৃত্বের কারণেই আজ খুনি-যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।

আমু বলেন, শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্ব দরবারে বাংলাদেশ আলোচিত হচ্ছে। তার জঙ্গি দমন সকলের কাছে প্রশংসিত হচ্ছ। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।

তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে অাছেন বলেই, আমরা অাত্মমর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারছি। শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রে আমরা উন্নয়নের স্বাক্ষর রাখতে পারছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে শিল্পমন্ত্রী অামির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য নুহ -উল- অালম লেলিন, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ অাশরাফুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।



মন্তব্য চালু নেই