প্রতিরক্ষায় বরাদ্দ বেড়ে ২২ হাজার কোটি টাকা

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে ২২ হাজার ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা মোট বাজেটের ৬ দশমিক ৫ শতাংশ। ২০১৫-১৬ সালে এ খাতে বরাদ্দ ছিল ১৮ হাজার ৩৮৩ কোটি টাকা।

গত বছরের তুলনায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল প্রায় চার হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রতিরক্ষা খাতের বাজেটে অনুন্নয়ন ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২১ হাজার ৭২৪ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪০৬ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য দক্ষ, শক্তিশালী ও আধুনিক মন-মানসিকতা সম্পন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০০ নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

এ ছাড়া সেনা, নৌ, বিমান ও সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং এ সব বাহিনীর আধুনিকায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৭ হাজার ৪৯০ কোটি টাকা।

২০১৩-১৪ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ১৪ হাজার ৫৬৪ কোটি টাকা।

২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল ১২ হাজার ৯৮৫ কোটি টাকা।



মন্তব্য চালু নেই