প্রতি পৃষ্ঠা প্রিন্টে খরচ মাত্র ৩৫ পয়সা

শার্প বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন একটি ডিজিটাল ফটোকপিয়ার মেশিন যা দিয়ে প্রতি পেইজ প্রিন্ট করতে খরচ পড়বে মাত্র ৩৫ পয়সা। প্রিন্টারটির মডেল শার্প এআর-৬০২০। এই মেশিনটি দিয়ে একসঙ্গে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করা যাবে।

ফটোকপিয়ার মেশিনটি মিনিটে ২০ কপি প্রিন্ট করতে সক্ষম। এতে আছে ৬৪ মেগা বাইট র‌্যাম। ৩৫০ শিট পেপার ধারণ ক্ষমতা রয়েছে মেশিনটির। কপি ও প্রিন্ট রেজ্যুলিশন ৬০০ x ৬০০ ডিপিআই। মেশিনটি ২৫ শতাংশ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুম করতে পারে।

শার্পের ফটোকপিয়ারটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্রোস্ট্যাটিক ফটোগ্রাফিক মেথোড দ্বারা পরিচালিত। এর ওয়ার্ম আপটাইম ২৫ সেকেন্ড।

দেশের বাজারে এই মেশিনটি পরিবেশন করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি ফটোকপিয়ারটিতে এক বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করছে। এই মেশিনটির মূল্য ৭৫ হাজার টাকা।



মন্তব্য চালু নেই