প্রথমে প্রত্যাখান করলেও নাগরিকদের ঢুকতে দিল পাকিস্তান

উপযুক্ত কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে সৌদি আরব থেকে ফেরত ১২০ নাগরিককে ঢুকতে তাৎক্ষণিকভাবে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তাদের ঘরে ফিরতে দিয়েছে পাকিস্তান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে তাদের পাকিস্তানে প্রবেশ করতে দেয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

মঙ্গলবার জেদ্দা থেকে একটি বিমানে করে তাদের ফেরত পাঠানো হয়। তবে দেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে তাদের ঢুকতে দেয়া হবে না বলে জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

১৫ নারীসহ ওই ১২০ পাকিস্তানি নাগরিককে কেন দেশে ফেরত পাঠানো হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি সৌদি আরব।

সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, উপযুক্ত কাগজ পত্র না থাকার কারণে প্রথমে তাদেরকে জেদ্দা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ নিয়মানুযায়ী তাদের গ্রেফতার করতে চায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

যদিও তাদেরকে পরবর্তীতে দেশে প্রবেশ করতে দেয়া হয় এবং ধারণা করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করবে এফআইএ।



মন্তব্য চালু নেই