প্রথম আসরেই চ্যাম্পিয়ন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। সম্ভবত বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম। বাংলাদেশের সাতক্ষীরার প্রত্যন্ত একটি গ্রাম থেকে উঠে এসে অল্প কয়েকদিনের মধ্যেই বিশ্ব জয় করে নিয়েছেন তিনি। সবার মুখে মুখেই ঘুরছে তার নাম।

বিস্ময়কর পেসার হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়ে গেছেন। সেই মুস্তাফিজ এবার জিতে গেলেন বিশ্বের সবচেয়ে গø্যামারাস ফ্রাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট, আইপিএল। প্রথমবার খেলতে গিয়েই শিরোপা এনে দিলেন সানরাইজার্স হায়দারাবাদকে।

পুরো আইপিএলজুড়ে করলেন অসাধারণ বোলিং। সবচেয়ে কৃপণ বোলার হিসেবে পরিচিতি পেয়ে গেছেন তিনি আইপিএলে। ঈর্ষনীয় ইকনোমি রেট। ডেথ ওভারে প্রতিপক্ষের কোমর ভেঙে দেয়ার মূল কাজটি তিনিই করে আসছিলেন। আজও যেমন শেষ দুই ওভারে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মত ব্যাটিং নির্ভর দলের বিপক্ষে কম খরুচে বোলার ছিলেন তিনিই।

সব মিলিয়ে ১৬ ম্যাচ খেললেন তিনি। উইকেট নিলেন ১৭টি। ইকনোমি রেট মাত্র ৬.৯ করে। ১৬ ম্যাচে ৬১ ওভার বল করে ৪২১ রান দিয়েছেন।



মন্তব্য চালু নেই