প্রথম হজ ফ্লাইট ৪ আগস্ট

চলতি বছরের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। ৪ আগস্ট সকাল আটটা পাঁচ মিনিটে প্রথম হজ ফ্লাইট (বিজি ১০১১) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে।

একই দিন বিকেল ৫টায় দ্বিতীয় ফ্লাইট (বিজি ৫০১১) ঢাকা ছাড়বে। প্রথম দুটি ফিরতি ফ্লাইটে১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিট ও রাত ১১টা ২০ মিনিটে হাজিরা ঢাকা ফেরত আসবেন। মোট ১৩টি করে ২৬টি ফ্লাইটে যাত্রীদের আনা-নেয়ার কাজ শেষ হবে। হজ অফিস, ঢাকা (পরিচালক) ড. আবু সালেহ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, তৃতীয় থেকে ১৩তম ফ্লাইটগুলো যথাক্রমে ৫ আগস্ট দুপুর সোয়া ২টা (বিজি ৫০১৩) ও রাত ৮টা ৩৫ মিনিট (বিজি ১০১৫), ৬ আগস্ট বিকেল পৌনে ৩টায় (বিজি ১০১৭), ১০ আগস্ট বিকেল ৪টা ৫ মিনিট (বিজি ৩০২৭), রাত ১০টা ৫ মিনিট (বিজি ৫০২৭), ২৫ আগস্ট রাত ৯টা ৫ মিনিট (বিজি ৩০৬৭), ২৬ আগস্ট সকাল ৯টা ৩৫মিনিট (বিজি ১০৬৯) ও বিকেল ৩টা ৩৫ মিনিট (বিজি ৩০৬৯), ২৭ আগস্ট বিকেল পৌনে ৪টা (বিজি ৩০৭১) ও রাত পৌনে ১০টা (বিজি ১০৭৩) ও ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে (বিজি ১০৯৩) যোগে সৌদি আরব যাবেন।

একইভাবে প্রথম ফ্লাইটের যাত্রীরা ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ২০ মিনিট (বিজি ২০১২) ও রাত ১১টা ২০ মিনিট (বিজি ৪০১২), ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিট (বিজি ৪০১৪), ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা (বিজি ২০১৬), ২০ সেপ্টেম্বর ৬টা ২০ মিনিট (বিজি ২০১৮), ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা (বিজি ৪০১৬) ও রাত ১১টা ৫৯ মিনিট (বিজি ৬০২৬), ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা ২০ মিনিট (বিজি ৪০৩০), ৩ অক্টোবর রাত ১০টা (বিজি ৪০৪৮), ৪ অক্টোবর দুপুর ১২টা (বিজি ২০৫০) ও বিকেল সাড়ে ৫টা (বিজি ৪০৫০), ৫ অক্টোবর সকাল ৭টা (বিজি ২০৫২), দুপুর সাড়ে ১২টা (বিজি ৪০৫২) ও সন্ধ্যা ৬টার (বিজি ৬০৫২) ফ্লাইটে যাত্রীরা ঢাকায় ফিরে আসবেন।

দশ হাজারের নির্ধারিত কোটা বরাদ্দ থাকলেও সরকারিভাবে প্রায় পাঁচ হাজার যাত্রী হজে যাবেন। বাকি কোটা বেসরকারি হাজিদের মাধ্যমে পূরণ হবে। আগামী ১০ সেপ্টেম্বর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই