প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দিলেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রেস্ট উপহার দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ উপহার দেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, পাঁচ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় অর্থমন্ত্রী ৫ টাকার নোট সম্বলিত একটি ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

তিনি আরো জানান, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে ভূমিকার জন্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাওয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিজ্ঞান ও প্রযুক্তি পুরষ্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শফিউল আলম বলেন, সোমবারের বৈঠকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া গত ২৬ থেকে ২৯ মে জাপানে অনুষ্ঠিত জি-৭ আউটরিচ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ ও জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।



মন্তব্য চালু নেই