প্রধানমন্ত্রীর ছবি এডিট, যুবলীগ নেতা বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে পাশাপাশি রেখে ফেইসবুক পেজে পোস্ট করার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমানকে বহিষ্কার করেছে সংগঠনটি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তাকে বহিস্কার করা হয়।

ঢাকা দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক ইমদাদুল হক বলেন,‘ দুপুর সাড়ে ১২টা নাগাদ মাকসুদুর রহমানকে বহিস্কার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে তার সঙ্গে পাশাপাশি রেখে ফেইসবুক পেইজে ছেড়েছেন।’

মাকসুদুর রহমানকে কী কারণে বহিস্কার করা হয়েছে জানতে চাইলে আওয়ামী যুবলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে তার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেইসবুক পেইজে পোস্ট করেছেন। মূলত এ কারণেই তাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

এ বিষয়ে আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক বোরহান বাবু বলেন, ‘এখন পর্যন্ত আমি কোনো ম্যাসেস পাইনি। তবে আমি শুনেছি তাকে বহিষ্কার করা হয়েছে।’



মন্তব্য চালু নেই