প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে

জাতিসংঘের ৭০তম অধিবেশন নিয়ে গণভবনে রবিবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শনিবার ১১ দিনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন। সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে বেলা দেড়টার দিকে তিনি ঢাকায় আসেন। সেখানে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধন দেন দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বক্তব্য দেন। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালকের কাছ থেকে ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। ২৬ সেপ্টেম্বর তিনি গ্রহণ করেন ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে শান্তিরক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন। গত ২৫ সেপ্টেম্বর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী যখনই কোনো দেশে সফরে যান ফিরে এসে সংবাদ সম্মেলন করেন। এবার সংবাদ সম্মেলনে দেশের চলমান পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই