প্রধানমন্ত্রী একজন ভাল ড্রাইভার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, একটি খারপ রাস্তায় যদি ভাল ড্রাইভার থাকে তাহলে সে ঐ খানে ভাল করবে । আর যদি ভাল রাস্তায় ডাইভার ভাল না হয় সে গাড়ি চালাতে পারবে না। আমাদের প্রধান মন্ত্রী ভাল একজন ড্রাইভার। ওনাকে যেখানে দিবেন সেখানেই ভাল করবে।
বুধবার পরিকল্পনা মন্ত্রনালয়ে কৃষিতে নারীর সমান অংশগ্রহন নিশ্চতকরণ শীর্ষক এক সেমিনারে প্রধানমন্ত্রীর কাজের প্রসংশা করে তিনি এ উদাহরণ দেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে নারীরাও এগিয়ে যাচ্ছে। সরকার সবসময় নারীদের পাশে রয়েছে আগামীতেও থাকবে।
দেশের নারীদের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা পাকিস্থান থেকে চলে এসে ভাল করেছি । মালালা নোবেল প্ররস্কার পাইলেও সে দেশের তুলোনায় আমরা অনেক ভাল রয়েছি। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দীক, ইআরডির সিনিয়র সচিব মেসবাহ উদ্দিন , মিস্টার মিকে রবসন প্রমুখ।



মন্তব্য চালু নেই