প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরের জন্য আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে হাসিনাকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়ার কথাও বললেন তিনি।

আজ শুক্রবার কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূত হয়ে যাওয়া বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে একান্তে প্রায় মিনিট পাঁচেক কথা বলেন। সেই সময় তিনি আমুর মাধ্যমে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানান।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সাক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের শুভেচ্ছা নিয়ে এসেছেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।



মন্তব্য চালু নেই