প্রধান বিচারপতির সঙ্গে দ্বিমত প্রধানমন্ত্রীর

দেশের প্রচলিত আইনেই সোহাগী জাহান তনুর বিচার করবে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে মন্ত্রীরা তনু হত্যার বিচার সম্পর্কে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা করলে এমন কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠক শেষে একটি ইংরেজি দৈনিককে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়ার শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ন্যায়বিচার আঠারো শতকের আইন দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। গত শনিবার (২ এপ্রিল) ঢাবির সিনেট ভবনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত আইনেই যেখানে বহু মামলা চলছে। সুতরাং এই মামলায় কেন সে আইনে বিচার সম্ভব হবে না।

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে চলছে আন্দোলন।

এই প্রথম এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলো। প্রধানমন্ত্রীও প্রথম এ নিয়ে কথা বললেন।



মন্তব্য চালু নেই