প্রশ্ন ফাঁস ও নকল ঠেকাতে ফেসবুক বন্ধ!

পরীক্ষার প্রশ্ন ফাঁস ও নকল নিয়ে উদ্বিগ্ন আলজেরিয় কর্তৃপক্ষ একটি অভিনব পদক্ষেপ নিয়েছে। রবিবার থেকে ফেসবুক, টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে তারা। নকল ঠেকাতেই এই উদ্যোগ।

আলজাজিরার খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরু দিকে সামাজিক মাধ্যমে হাই স্কুল শিক্ষার্থীদের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পর পরীক্ষা বাতিল হয়ে যায়। ঘটনার তদন্তে অনেককে আটকও করে পুলিশ।

এবার আলজেরিয়ার প্রায় সাড়ে পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী দ্বিতীয় বারের মত আবার আংশিক পরীক্ষা দিচ্ছে। এইবার যাতে একই বিপর্যয় না ঘটে সেজন্যই এই পদক্ষেপ।

আলজেরিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার সাথে প্রশ্ন ফাঁস ও নকল করার সরাসরি সম্পর্ক রয়েছে। নকলমুক্ত সুস্থ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই