প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

আজ বেলা ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দেশের ৪৪তম বাজেট উপস্থাপন করবেন জাতীয় সংসদে।

এবারের বাজেটের আকার হতে পারে দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। যা চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের চেয়ে ১৮ শতাংশ বেশি। চলতি অর্থবছরে মূল বাজেট ছিল প্রায় আড়াই লাখ কোটি টাকা। পরে কাটছাঁট করে সংশোধিত বাজেট নির্ধারণ করা হয় দুই লাখ ৪০ হাজার কোটি টাকা।



মন্তব্য চালু নেই