প্রাকৃতিক দূর্যোগ থেকে বাঁচার জন্য বেশি করে বৃক্ষ রোপন প্রয়োজন

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি বলেছেন, প্রতি নিয়ত আমাদের দেশের আবহাওয়া পরিবর্তন হওয়ায় দেশের উপর প্রায়শ নানান ধরনের প্রাকৃতিক দূর্যোগ হানা দেওয়ায় দেশের দক্ষিন পূর্ব অঞ্চল সহ পানি পথ এলাকায় বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগের কোবলে পড়তে হয়। কখনো ঝড়, অতি বৃষ্টি ও তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে হলে দেশবাসীকে বেশি বেশি করে গাছ রোপন করতে হবে। ফলজ বৃক্ষ ও বন আমাদের জাতীয় সম্পদ দেশের মোট আয়তনের মাত্র ১২ শতাংশ জমিতে বনায়ন আছে। এর পরিধি আরও কমপক্ষে ৬ শতাংশ বাড়াতে পারলে পরিবেশ গত ও আর্থিক ভাবে দেশ ও জাতি লাভবান হবে। আর এজন্য কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে এলাকাবাসিকে ঘড়ে ঘড়ে বৃক্ষ রোপনের জন্য উৎসাহ প্রদান করতে হবে। গতকাল সোমবার সকাল ১১টায় রাণীনগর উপজেলা পরিষদ চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭ দিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
রানীনগর উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্, কৃষি অফিসার এসএম গোলাম সারওয়ার, মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ছনিয়া ইসলাম,রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ। ৭দিন ব্যাপী এ বৃক্ষমেলায় উপজেলা কৃষি বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, সামাজিক বনবিভাগসহ প্রায় ১২টি ফলদ ও বনজ বৃক্ষ চারার স্টল স্থাপন করা হয়েছে।
অপরদিকে একই অনুষ্ঠানে মৎস্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।#



মন্তব্য চালু নেই