প্রাণভিক্ষা চাইলেন সাকা-মুজাহিদ

রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন মৃত্যুদণ্ড পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ এমন খবর শোনা যাচ্ছে।

তবে মুজাহিদের ছেলে মাবরুর মুজাহিদ দাবি করেছেন, তার বাবার প্রাণভিক্ষার আবেদনের খবর ‘ভোগাস’।

শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে সাকা-মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের খবর প্রচার করছে দেশের বেসরকারি টিবি চ্যানেলগুলোও। তবে কারা কর্তৃপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। কারা সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদন প্রথমে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রাণভিক্ষার আবেদন করেছেন কি না সে বিষয়ে পরিস্কার করেননি তারা।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই নেতার আবেদনের বিষয়টি স্বীকার করলেও এর বিষয়বস্তু সম্পর্কে কিছু স্পষ্ট করেননি।

আর আইনমন্ত্রী প্রাণভিক্ষার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে জানান, আবেদন দুটি স্বরাষ্ট্র মন্থণালয় থেকে আইন মন্ত্রণালয়ে এলে দ্রুতই তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হবে।

মুজাহিদ ও সাকার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে কিছু জানেন না তিনি।

এদিকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনের দিকে যাচ্ছেন সাকার পরিবার। তারা সাকার বিচারের বিভিন্ন ত্রুটির বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই