প্রাণ আছেই মঙ্গলে, ‘প্রমাণ’ পেলেন বিজ্ঞানীরা

মঙ্গলে প্রাণের অস্তিত্ব নিয়ে আরও নিশ্চিত হল ইউরোপের বিজ্ঞানীরা। ইউরোপীয় মহাকাশযান খুব শিগগিরই লাল গ্রহের বুক ছোঁবে। তার আগে এক পরীক্ষার প্রকাশিত রিপোর্টে এই দাবি করেছেন বিজ্ঞানীরা।

মঙ্গল গ্রহে জলস্রোতের প্রমাণ আগেই মিলেছিল। এবার জানা গেল, ১৯৭৬ সালে ভাইকিং মিশনে মঙ্গলের জলে জটিল জৈব অণু পদার্থ ও

মিথেনের সংস্রব ছিল বলে জানা যায়। এর ফলে লালগ্রহে প্রাণের সম্ভাবনা আরও বেড়ে গেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই দাবি করেছেন দুই মার্কিন বিজ্ঞানী। তাঁদের এই দাবিকে সমর্থন করেছেন নাসার অ্যাস্ট্রোবায়োলজিস্ট ক্রিস ম্যাককেয়।

প্রসঙ্গত, সম্প্রতি মঙ্গলে প্রাণের অস্তিত্বের দাবি হিসেবে নাসা জানায়, এক সময় মঙ্গলে প্রচুর পরিমাণের জীবন্ত আগ্নেয়গিরি ছিল। যা থেকে নিয়মিত লাভা বের হত। জীবন্ত আগ্নেয়গিরির উগরে দেওয়া লাভাস্রোতে যে বিশেষ ধরনের সিলিকন যৌগ মেলে, তা প্রাণের সৃষ্টির অন্যতম প্রমাণ। তার কারণ, বিবর্তনের সময় একইভাবে অগ্ন্যুৎপাত হয়েছিল পৃথিবীতেও। যার থেকে প্রাণের সূত্রপাত বলে মনে করা হয়।-এই সময়



মন্তব্য চালু নেই