প্রানহানির সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত কোটি টাকার সম্পদ

মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা ছাড়া একটি দিনও বাদ যাচ্ছে না। দেশের প্রতিটি জনপদেই যেন সড়ক দুর্ঘটনার খনি। দিনের শুরু কি শেষ, কোন সময় নেই যে ছোট বড় দুর্ঘটনা না ঘটছে কোথাও না কোথাও। এসব লাগাতার দুর্ঘটনায় হাজারো প্রানহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শত কোটির সম্পদ। জানমাল সবাই যেন বেশী বেশী তৎপর। তারপরও কেন জানি রোধ করা যাচ্ছেনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশের সড়কে মড়ক লেগেছে। এই মড়ক নিয়ে পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিকরা দোষারোপ করছেন একে অপরকে । তবে সড়ক দুর্ঘটনার বেশ কিছু কারন ও প্রতিকার নিয়ে অভিন্ন মত দিয়েছেন তারা। বিশেষ করে ঈদ কেন্দ্রিক সময়ে কিভাবে সড়ক দুর্ঘটনা নিয়ন্্রয়ন রাখা যায় সেটা নিয়েও তৎপর হয়ে সকল পক্ষ । কিন্তু সড়কের মড়ক কোন প্রতিরোধ দিয়ে ঠেকানো যায়নি ।



মন্তব্য চালু নেই