প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্কোন্দলের জেরে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সোহেল নিহতের ঘটনায় এবং বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে আজীবন (স্থায়ী) এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মোট ২৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে স্থায়ী এবং ৭ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে সোহেল আহমেদ (২৪) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হন। নিহত সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচের শিক্ষার্থী এবং মহানগর ছাত্রলীগের সদস্য। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল (৪ মার্চ) বিশ্ববিদ্যালয় খুলে ক্লাশ চালু হয়।



মন্তব্য চালু নেই