প্রেসক্লাবের সামনে নার্সদের সড়ক অবরোধ

জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছে বেকার নার্সরা।

সোমবার দুপুর ২টার দিকে তারা সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে প্রেসক্লাবের ও সচিবালয়ের মাঝখানের রাস্তা দিয়ে যান চলাচল করছে।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, ‘ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আমরা দীর্ঘ দিন আন্দোলন করে আসছি। আমাদের দাবি বাস্তবায়নের কয়েকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আজ সকালে আমরা শহীদ মিনারে সমাবেশ করি। এরপর শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে এসে সড়ক অবরোধ করি।’

তিনি জানান, আন্দোলনরত নার্সরা আজ বিকেল ৫টায় স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেবে।



মন্তব্য চালু নেই