প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপে সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ১১টায় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভা শুরুর আগে এ ঘটনা ঘটে।

এঘটনায় কমপক্ষে ৫ জন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় বিপ্লব ও সংহতি আলোচনা সভা হওয়ার কথা ছিল। সভায় ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি ছিলেন। তবে তিনি আসার আগেই দু’পক্ষের সংঘর্ষ বাধে। দুপক্ষই একে অপরকে লাঠি এবং চেয়ার দিয়ে আঘাত করে।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শফিউল বারি বাবু এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া।

আব্দুল কাদের ভুইয়া বলেন, সরকারের এজেন্ট আমাদের ভেতরে ঢুকে পড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই