প্রেসিডেন্ট নির্বাচন: শুরুতেই মুসলিম বিদ্বেষী ট্রাম্পের পরাজয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় প্রথম ধাপেই হোঁচট খেলো মুসলিম বিদ্বেষী উগ্রপন্থী ডোনাল্ড ট্রাম্প। আইওয়া অঙ্গরাজ্যের ককাসে রিপাবলিকান প্রার্থী ট্রেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট দলের ভোট গণনা এখনও চলছে। তবে ডেমোক্রেট দলে ৮৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল সোমবার থেকে।বরাবরের মতোই দেশটির আইওয়া অঙ্গরাজ্যে দলের প্রার্থী বাছাইয়ে ভোটাভুটিতে অংশ নেয় ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সমর্থকরা।

এজন্যে তারা স্কুল, চার্চ এমনকি বন্দুকের দোকানগুলোতে সমবেত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। আগামী কয়েক মাস পুরো দেশজুড়ে এ ধরনের ভোটাভুটি চলবে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে।

আইওয়ায় ডেমোক্রেটিক দলে হিলারি ক্লিনটনের সাথে বার্নি স্যান্ডার্সের তুমুল প্রতিদ্বন্ধিতার আভাস পাওয়া যাচ্ছে।

আইওয়া অঙ্গরাজ্যেল মধ্য দিয়েই মূলত শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া। আগামী নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন।



মন্তব্য চালু নেই