প্রেসিডেন্ট মোদী!

সাধারণ মানুষ তো কত ভুলই করে। তাই বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কি ভুল করতে পারেন-তাও কিনা মিডিয়ার সামনে! তিনি কিন্তু কোনো ছোট খাটো ভুল করেননি। তার ওই ভুলের ফলে প্রধানমন্ত্রী মোদী হয়ে গেছেন ‘প্রেসিডেন্ট মোদী’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিবৃতি দেওয়ার সময় তিনি ভুল করে তাকে ‘প্রেসিডেন্ট’ মোদী হিসেবে উল্লেখ করেছিলেন। ওই বিবৃতিতে তিনি বলেন, ‘পরিবেশবান্ধব জ্বালানির ব্যাপারে প্রেসিডেন্ট মোদী অঙ্গীকারে অটল থাকায় আমরা উৎসাহিত।’

হোয়াইট হাউসের ওয়েবসাইটেও ওবামার ওই ভুল বিবৃতির ভিডিও পোস্ট করা হয়। পরে অবশ্য ভুলটি সংশোধন করে নেয় হোয়াইট হাউস।



মন্তব্য চালু নেই