ফখরুল-গয়েশ্বর-আব্বাসসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছে আদালত

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাসসহ ২৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লাহ অভিযোগপত্র আমলে নিয়ে তাদের অব্যাহতি প্রদান করেন। অপরদিকে রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন আদালত।

অব্যাহতিপ্রাপ্ত উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,মির্জা আব্বাস,যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান,বরকত উল্লাহ বুলু,বিএনপি নেতা সাইফুল আলম নিরব,আব্দুস সালাম,সালাউদ্দিন আহম্মেদ,ওবাইদুল হক,মহিদুল ইসলাম হিরু,জামায়াত নেতা ড.শফিকুল ইসলাম মাসুদ ও ড.সফিকুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করার জন্য ঘোষিত হরতাল চলাকালে আসামিরা ৩ জানুয়ারি রমনা থানাধীন পরিবাগ মোড়ে যাত্রীবাহী বাসে বোমা মারলে তাকে আগুন ধরে যায়। ফলে বাসযাত্রী শাহীনা আক্তার ও ফরিদ মিয়া মারা যান। বাসের ড্রাইভার বাবুল মিয়া গুরুতর আহত হন।এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।

২০১৫ সালের ২৯ এপ্রিল ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর,স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়,মির্জা আব্বাসসহ ২৬ জনকে অব্যাহতি আবেদন জানিয়ে রবিউল ইসলাম নয়ন, যোবায়ের হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলার অনুমতি দেয় মন্ত্রণালয়।



মন্তব্য চালু নেই