ফতুল্লায় আজো বৃষ্টির হানা, ক্রিকেটাররা এখনো হোটেলে

ফতুল্লার আবহাওয়ার পূর্বাভাস বলেছিল, ভারত ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্টের প্রথম দিন বুধবার সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৫০%। বৃষ্টি হয়েছিলও। আর তাতে নির্ধারিত ৯০ ওভারের মধ্যে প্রথম দিনে খেলা হয়েছে ৫৬ ওভার। ৩৪ ওভার বাকি থাকতেই দিন শেষ!

বৃহস্পতিবার ফতুল্লার আবহাওয়া বলছে, এদিন এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০%। এরই মধ্যে সকালে একপশলা বৃষ্টি হয়ে গেছে। সকাল সাড়ে নয়টা পর্যন্তও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এদিন ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সে সম্ভাবনা শেষ হয়ে গেছে।

এদিকে, ভারত-বাংলাদেশের খেলোয়াড়রা সকাল ১০ টার আগে হোটেল থেকেই বের হবেন না বলে জানা গেছে। দুই দলের খেলোয়াড়রা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রয়েছেন। এমন অবস্থায় দ্বিতীয় দিনে কখন খেলা শুরু হয়, নাকি বল মাঠেই গড়ায় না, সেটাই এখন দেখার অপেক্ষা!

প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৩৯ রান। রানরেট ৪.২৬। মাত্র এক পেসার নিয়ে খেলতে নামা বাংলাদেশ ৫৬ ওভারে ভারতের একটি উইকেটও ফেলতে পারেনি। স্বাগতিকদের একাদশ নিয়েও বেশ সমালোচনা চলছে।



মন্তব্য চালু নেই