ফতুল্লায় টেস্ট চলাকালে মাদ্রাসা বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ চলাকালে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন একটি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ থেকে ১৪ জুন টেস্ট ম্যাচ চলাকালীন রওজাতুন সালেহীন আলিম মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসাটির প্রধান মাওলানা আব্দুস শাকুর বলেন, ‘১০ থেকে ১৪ জুন পর্যন্ত মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ সম্বলিত চিঠি পেয়েছি। এই প্রথমবার আমরা সরকারের পক্ষ থেকে এ ধরনের নির্দেশ পেলাম।’

ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে ২০০৬ সালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া ২০১৪ সালে সেখানে এশিয়া কাপের পাঁচটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

আব্দুস শাকুর জানান, ‘গত বছরও এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কিন্তু তখন মাদ্রাসা চালু ছিল। কিন্তু এবার পাঁচদিনের জন্য ছুটি ঘোষণার জন্য বলা হয়েছে। তবে ডরমিটরিতে ২৫ এতিমকে রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিভাগের প্রধান হোসেন ইমাম এএফপি’কে বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের জন্য অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থাস্বরূপ মাদ্রাসাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

নিরাপত্তার ক্ষেত্রে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচের বিতর্ককে মাথায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘খেলা চলাকালীন মাঠে কাউকে ভারতবিরোধী ব্যানার বা ফেস্টুন নিয়ে ঢুকতে দেওয়া হবে না।’



মন্তব্য চালু নেই