হুমকির মুখে ফরাসি বিমানের গতিপথ বদল

সন্ত্রাসী হামলার হুমকির মুখে গতিপথ বদল করে কানাডার মন্ট্রিলে অবতরণ করেছে এয়ার ফ্রান্স কোম্পনির একটি বিমান।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন বলছে, সোমবার রাতে ফরাসি এয়ারলাইন্স এয়ার ফ্রান্সের এএফ-০৮৩ ফ্লাইটটি গতিপথ বদলে মন্ট্রিলের পিয়েরে এলিয়ট ট্রুডেউ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এটি যাত্রা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকো বিমানবন্দর থেকে। এর গন্তব্য ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। কিন্তু অকস্মাৎ অজ্ঞাতনামা স্থান থেকে হামলার হুমকি পাওয়ার পর এটি গতিপথ বদলে মন্ট্রিলে পৌঁছায়। নিরাপত্তা বাহিনীর লোকজন যাত্রী ও ক্রুদের নিামিয়ে দিয়ে গোটা বিমানে তল্লাশি চালায়। তবে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। গোটা ঘটনাটি পর্যবেক্ষণে রয়েছে। তবে ওই হুমকি সম্পর্কে বিস্তারিত জানায়নি সিএনএন।

গত মাসেও বোমা হামলার হুমকির মুখে যুক্তরাষ্ট্র থেকে প্যারিস যাওয়ার সময় গতিপথ বদল করেছিল এয়ার প্যারিসের আরো দুটি বিমান। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফরাসি বিমানে হামলার হুমকি বেড়েছে।



মন্তব্য চালু নেই