ফরিদপুরের সালথার ৫টি গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে

জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির নির্বাচনী এলাকা ফরিদপুর-২, সালথা-নগরকান্দায় ব্যাপক উন্নয়ন করেছেন। সালথা উপজেলার এক সময়ের মেঠো পথ, হালট, কাচাঁ রাস্তা আজ আর কাচাঁ নেই। বর্তমানে উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রামগঞ্জের কাচাঁ রাস্তাগুলো পাকা রাস্তায় পরিনত হয়েছে।

সংসদ উপনেতার নিজ ইউনিয়ন গট্টির অবহেলিত ৫টি গ্রাম জয়ঝাপ, আগুলদিয়া, ফুকরা, মোড়হাট, রঘুয়ারকান্দী ও দিয়াপাড়ার রাস্তা গুলো পাকা ও খালের উপর নির্মিত হচ্ছে ২টি ব্রিজ। বালিয়া গট্টি বাজার থেকে জয়ঝাপ, আগুলদিয়া ও মোড়েরহাটের মধ্যে দিয়ে কাউলিকান্দা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাচাঁ রাস্তা পাকা করার কাজ ইতি মধ্যেই শুরু হয়েছে।

এ ছাড়াও এই ৫ গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে জয়ঝাপ কুইচেমারা খালের উপর ও মোড়েরহাট গ্রামের সামনে দিয়ে বয়ে যাওয়া ছোট কুমার নদীর উপর বীজের কাজ শেষের দিকে। এই এলাকায় সর্ব প্রথম উন্নয়নের কাজগুলো হওয়ায় ৫ গ্রামের মানুষের স্বস্তি ফিরে এসেছে এবং তাদের মূখে হাসি ফুটে উঠেছে।

এসব উন্নয়নের জন্য এই এলাকার সাধারন জনগন সৈয়দা সাজেদা চৌধুরী এমপিকে অভিন্দন জানিয়েছেন।



মন্তব্য চালু নেই