ফরিদপুরে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা

রবিবার থেকে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে।
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এ মেলা সার্বিকভাবে পরিচালনা করবে মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। এ উপলক্ষে শনিবার সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্তঁরায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি
আজিজুর রহমান সোহেল। তিনি জানান, এ মেলায় ভারত ও নেপালসহ দেশের ৮৬টি কম্পানির প্যাভিলিয়নে কৃষি ও শিল্পসহ বিভিন্ন মূল্যের পণ্য পাওয়া যাবে। এছাড়া মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য সার্কাস ও র‌্যাফেল ড্র’র ব্যবস্থা থাকবে।
এ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের ১০ টাকা মূল্যের টিকেট কিনতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সীদের প্রবেশে কোনো টিকেট লাগবে না।



মন্তব্য চালু নেই