ফরিদপুরে হত্যা মামলায় স্বামীসহ ২জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঞ্চল্যকর লিপি বেগম হত্যা মামলায় ২জনের ফাঁসি ও ৪জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২এর আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় প্রদান করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন লিপি বেগমের স্বামী মোকাদ্দেস হোসেন মোকা মৃধা ও তার সহযোগী কবির খাঁ। মোকাদ্দেস হোসেন আটক থাকলেও অপর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী কবির খাঁ পলাতক রয়েছে।

রায়ে হত্যা মামলার সাথে জড়িত থাকায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- মোকাদ্দেস হোসেন মোকার ভাই জাকির মৃধা, আছির মৃধা, জালাল মৃধা ও মিরাজ মৃধা। মামলায় ১ জনকে খালাস প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২০০৫ সালের ১৬ জুলাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলান আড়ুয়াকান্দি গ্রামে স্বামী ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে খুন হয় গৃহবধু লিপি বেগম। এ ঘটনায় নিহত লিপির পিতা বাদী হয়ে বোয়ালমারী থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে গতকাল এ রায় প্রদান করা হলো।



মন্তব্য চালু নেই