ফারুক আহমেদের পদত্যাগের ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই স্তরবিশিষ্ট নির্বাচক কমিটি হচ্ছে, বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রোববার দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি অনুমোদন দিয়েছে বিসিবি। অবশ্য বিষয়টা মেনে নিতে পারেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মূলত দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি গঠন করার প্রতিবাদেই ফরুক পদত্যাগের ঘোষণা দেন বলে তাঁর ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে।

মূলত দুই স্তরবিশিষ্ট নির্বাচক কমিটিতে এখন থাকবেন কোচ ও ম্যানেজারও। তাঁর অনুমোদনও দিয়েছে বিসিবি। তাই ফারুকের এই পদত্যাগের ঘোষণা।

এদিকে, ছয় সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের নির্বাচক কমিটিতে ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে নতুন সদস্য হিসেবে যোগ দেবেন এত দিন জুনিয়র ক্রিকেটারদের নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন।

সরিয়ে দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। তাঁকে নারী ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে।

জুনিয়র নির্বাচক হিসেবে এহসানুল হকের সঙ্গে যোগ দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত ও সাবেক ওপেনার হান্নান সরকার।



মন্তব্য চালু নেই