ফিরতি হজ ফ্লাইট শুরু ১৭ সেপ্টেম্বর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ হজ ফ্লাইট (বিজি-৮২০৩) মঙ্গলবার ২১০ জন যাত্রী নিয়ে জেদ্দা পৌঁছেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বিমানের ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে এবং সর্বশেষ হজ ফ্লাইটটি পরিচালিত হবে ১৬ অক্টোবর পর্যন্ত।

গত ৪ অাগস্ট থেকে শুরু হওয়া হজ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১১২টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইটসহ ১৪৪ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৪৯ হাজার ৫৪৫ জন হজযাত্রী হজ পালনের উদ্দেশে বিমানে জেদ্দা পোঁছেছেন।

বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজযাত্রী পরিবহন করে। হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে নির্ধারিত ১০টি ফ্লাইট এবং সিলেট থেকে ৪টি ফ্লাইট পরিচালনা করা হয়।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় মোট ৫ হাজার ১৮১ জন হজযাত্রী এবং অবশিষ্ট ৪৪ হাজার ৩৬৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় জেদ্দায় পৌঁছেছেন।

উল্লেখ্য, এ বছর হজযাত্রীর অপ্রতুলতা এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত কারণে বিমান মোট ২০টি ফ্লাইট বাতিল করে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো ২০টি ফ্লাইটের মাধমে হজযাত্রীদের পবিত্র ভূমি মক্কায় পৌঁছে দেয়া হয়।



মন্তব্য চালু নেই