ফিরে গেলেন সাকার আইনজীবীরা

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে তার আইনজীবীরা চার ঘণ্টা তদ্বির করেও দেখা করতে না পেরে অবশেষে ফিরে গেছেন।

দুপুর দুইটা থেকে তারা সাকা চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য আসেন এবং কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ সে আবেদন শেষ পর্যন্ত গ্রহণ করেনি।

সাকার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করেছেন। সেজন্য আমরা তার সঙ্গে দেখা করতে এসেছিলাম।’

রিভিউ খারিজের পর আসামির সঙ্গে আইনজীবীদের দেখা করার নিয়ম নেই জানার পরও কেন দেখা করতে আসলেন, জানতে চাইলে হুজ্জাতুল ইসলাম বলেন, এর আগে কামারুজ্জামানের রিভিউ খারিজ হওয়ার পরও আইনজীবীরা তার সঙ্গে দেখা করেছিলেন। যেহেতু নজির আছে, তাই আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করে কারা কর্তৃপক্ষের কাছে আমাদের মক্কেলের সঙ্গে দেখা করার আবেদন করেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ সে আবেদনে সাড়া দেয়নি।’

এসময় হুজ্জাতুল ইসলামের সঙ্গে ছিলেন অপর আইনজীবী অ্যাডভোকেট আকবর ইউসুফ।

এর আগে দুপুরে সাকা চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট আলফেজ সানি কারা কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দেন। আবেদনপত্র গ্রহণ না করায় তখন থেকেই সাকার আইনজীবীরা আবার কারা ফটকের সামনে ঘোরাঘুরি করেন। চেষ্টা করেন কারা কৃর্তপক্ষের কাছে আবেদনপত্র গ্রহণ করাতে।

তবে বৃহস্পতিবারই কারা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল আইনজীবীদের সঙ্গে এই শীর্ষ দুই যুদ্ধাপরাধীর সাক্ষাতের আর কোনো সুযোগ নেই। তবে তাদের পরিবার ‍চাইলে দেখা করতে পারেন।

এর আগে শুক্রবার সকালে মুজাহিদের আইনজীবীদের দেখা না পাওয়ার অনুমতি প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম বলেছিলেন, ‘আইন অনুযায়ী তারা (মুজাহিদের আইনজীবীরা) দেখা করতে পারেন না। তাই এখন পর্যন্ত তারা অনুমতি পাননি।’



মন্তব্য চালু নেই