ফিলিপাইনের সর্বোচ্চ পর্বতে আগুন

ফিলিপাইনের সর্বোচ্চ পর্বত মাউন্ট অপোতে আগুন লাগায় শতশত লোক পায়ে হেঁটে এর চূড়া থেকে পালিয়েছে। শনিবার বিকেলে এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তী ২৪ ঘন্টা ধরে তা জ্বলছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে তারা সাত ফুট গভীর কয়েকটি গর্ত খুঁড়েছে।

প্রাদেশিক দুর্যোগ বিষয়ক কর্মকর্তা হ্যারি কমোরো বার্তা সংস্থা এএফপি’কে বলেন, অগ্নিকান্ডে কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং পর্বতে থাকা এক হাজার পর্যটকের সবাইকে রোববার দুপুর নাগাদ সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ মিন্দানাওতে সমুদ্রপৃষ্টের ৩ হাজার ১৪২ মিটার উঁচুতে মাউন্ট অপো অবস্থিত। এটি ফিলিপাইনের জাতীয় পাখি বিপন্ন বানর খেকো ঈগলের বিচরণ ক্ষেত্র।

কমোরো বলেন, গ্রীষ্ম মৌসুমে বেশি তাপমাত্রার কারণে পর্বতে প্রায়ই আগুন লেগে থাকে। তবে মাউন্ট অপো পর্বতে আগুন লাগার কারণ জানা যায়নি।

তিনি বলেন, ক্ষতির পরিমাণ দেখতে রোববার বিমান বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। খবর: বাসস



মন্তব্য চালু নেই